এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের লড়াই শুরু হবে আগামীকাল (বুধবার) থেকে। সেরা চারের লড়াইয়ের প্রথম খেলায় স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।  এবারের আসরের অন্যতম সেরা বোলিং লাইনআপ পাকিস্তান ক্রিকেট দলের।

পাকিস্তান দলে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও শাদাব খানের মতো বোলার যারা যে কোন সময় খেলার পার্থক্য গড়ে দিতে পারেন।

তাই সুপার ফোর পর্বের প্রথম খেলাতেই বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হবে।

তবে পাকিস্তানের সেরা বোলারদের মোকাবেলায় বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা প্রস্তুত বলে জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

লাহোরে সংবাদ সম্মেলনে মেহেদি হাসান মিরাজ জানান, সাফল্য পেতে হলে যে কোন বোলারকেই খেলতে হবে।

২২ গজে নির্দিষ্ট দিন যেই দল নিজেদের সেরাটা খেলতে পারবে সাফল্য তারাই পাবে বলেও জানান তিনি।