হংকংয়ে নারী ইমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার বিপক্ষে ৯৭ রানের বড় জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল টাইগ্রেসরা। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচ মাঠেই গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।
এবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেও প্রকৃতি একই রূপ ধারণ করেছে। ফলে বৃষ্টিতে শ্রীলঙ্কার মতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিও ভেসে গেছে। আরেকটি নিষ্পত্তিহীন ম্যাচের কারণে অর্ধেক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আর এই পয়েন্টের সুবাদেই সেমিফাইনালে ওঠে গেছে লতা মন্ডলের দল।
শুক্রবার হংকংয়ের মিশন রোড মাঠে বৃষ্টির বাধায় টস করা সম্ভব হয়নি। অনেকটা সময় অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে আসরের শুভ সূচনা করে লতা মন্ডলের দল। শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো।