অনেক নাটকীয়তার পর অবশেষে শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। হাইব্রিড মডেলে ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের মিশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসান বাহিনী। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে একদিনের ফরম্যাটে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (বৃহস্পতিবার) শুরু হবে বাংলাদেশ দলের মিশন। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ক্যান্ডিতে বাংলাদেশ দল দু’দিন অনুশীলন করেছে। মঙ্গলবার সন্ধ্যার পর এবং বুধবার দিনের আলোতে বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার পাশাপাশি নেটে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়েছেন ক্রিকেটাররা। জ্বর থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় এশিয়া কাপ ক্রিকেটে পারবেন না লিটন দাস। তার জায়গায় শেষ মুহুর্তে দলে নেয়া হয়েছে এনামুল বিজয়কে।

নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। লঙ্কানদের হারাতে হলে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলিংয়েও নজরকাড়া পারফরম করতে হবে বাংলাদেশকে। ক্রিকেটাররা ২২ গজে নিজেদের সেরাটা খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দলে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা যে কোন সময় খেলার পার্থক্য গড়ে দিতে পারেন। আর নিজেদের মাঠে বরাবরই শ্রীলঙ্কা শক্তিশালী। বাংলাদেশের বিপক্ষে জয় চায় স্বাগতিকরাও।

পাল্লেকেলেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ বৃষ্টিতে বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া বিভাগ।