ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি সমর্থন এবং যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ দাবি করেছেন। ভাষণে বিশ্বকে ভাগ না করে ঐক্যবদ্ধ জাতি গড়ার জন্য বিশ্বনেতাদের অনুরোধ জানিয়েছেন তিনি।

আমেরিকার নিউইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। অধিবেশনের মূল বিতর্ক পর্বের দ্বিতীয় দিনে ভাষণে অংশ নিয়েছেন ৩৬টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। দ্বিতীয় দিন ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভাষণে বিশ্বকে ভাগ না করে ঐক্যবদ্ধ জাতি গড়ার জন্য বিশ্বনেতাদের অনুরোধ জানিয়েছেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বর্ণনা দিয়ে ভাষণ শুরু করেন জেলেনস্কি। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের প্রথম দিনের কথা এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দখল নেয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি যে শান্তি সূত্রটি উপস্থাপন করেছি, তাতে প্রথম পয়েন্টটি হল পারমাণবিক নিরাপত্তা। সাধারণ পরিষদ রাশিয়াকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ ইউক্রেনের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে। এটা হলে সত্যিকারের পারমাণবিক নিরাপত্তা ইউরোপ ও বিশ্বে ফিরে আসবে।

ভাষণে যুদ্ধের কারণে ইউক্রেনের জনগণের ভোগন্তির কথা উল্লে¬খ করে জেলেনস্কি বলেন, যুদ্ধের কারণে তার দেশের জনগণ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ।

এ সময় ইউক্রেনকে সমর্থনের জন্য প্রতিটি দেশ ও দেশের নেতাদের আন্তরিক ধন্যবাদ জানান ভলোদিমির জেলনস্কি। ভাষণে জেলেনস্কি যোগ করেন দুই বছর আগে তিনি যে ‘শান্তি ফর্মুলা’ উপস্থাপন করেছিলেন তার বিকল্প নেই। বলেন, ইউক্রেন তার দেশ থেকে সমস্ত রাশিয়ান বাহিনীকে বহিষ্কার এবং যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার জবাবদিহিতা চায়।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার হামলা আলোচনার মাধ্যমে বন্ধের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার মতে, এবার আন্তর্জাতিক উদ্যোগে রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করার সময় এসে গেছে। তাই রাশিয়ার ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে হামলা বন্ধ করতে বাধ্য করার অনুরোধ জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

এছাড়াও, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার কারণে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা জাতিসংঘের নেই বলে মনে করেন জেলেনস্কি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত জাতিসংঘে যুদ্ধ এবং শান্তির বিষয়গুলোকে সত্যিকারের এবং দৃঢ়ভাবে সমাধান করা অসম্ভব। কারণ ভেটো ক্ষমতাধর দেশগুলোর ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনেক কিছু নির্ভর করে। যখন আগ্রাসীরা ভেটো ক্ষমতা প্রয়োগ করে, তখন জাতিসংঘ যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়।

অধিবেশনে বিশ্বের একাধিক দেশের শীর্ষ নেতার উপস্থিতিতে জেলেনস্কি ইউক্রেনের প্রতি আরো সমর্থন আদায়ের চেষ্টা করছেন। বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের তার দেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

অনুরোধ জানিয়ে জেলেনস্কি বলেছেন, শান্তি খোঁজার জন্য যুদ্ধ বন্ধের কোনও বিকল্প নেই। বিশ্বকে ভাগ করবেন না, ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলুন। এতে বিশ্বে শান্তি আসবে বলে আশা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।