বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারন এখনও পরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি আজ শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) রাজধানীতর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার বিপ্লবে বিজয় অর্জন করেছি; বিজয় তখনি সুসঙ্গত হবে যদি এটা ধরে রাখতে পারি ।সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটিকে রুখে দিতে হবে। যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিকে যেনো কাজে লাগাতে পারি, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান।

দীর্ঘদিন পরে বাংলাদেশে ফেরত আসা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “তিনি বাংলাদেশের হিরো। শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন নিপীড়নের স্বীকার হয়েছেন। মুশফিকুল ফজল আনসারী তার মধ্যে অন্যতম। অনেকেই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার কারনে, দেশের বাইরে থেকে সংগ্রামের অংশ নিয়েছেন।”