ইমার্জিং এশিয়া কাপে জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ ওমানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওমানের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে বাংলাদেশ দল পৌঁছে যায় মাত্র ১৬ দশমিক ৩ ওভারেই।

সিংহলিজ স্পোর্টস ক্লাবে আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ওমানের। দলীয় ৬ রানে তারা হারায় প্রথম উইকেট। এরপর ৫৪ রানের মাথায় চার উইকেট হারিয়ে বসে তারা। তবে পঞ্চম উইকেটে বিপদ সামাল দেন শোয়েব খান ও শুভ পল।

দলীয় ৯৯ রানের মাথায় শোয়েব খানকে ফেরান জয়। এরপর আর দাঁড়াতে পারেনি ওমান। আর ২৭ রান তুলতে তারা হারায় সবকটি উইকেট। দলের হয়ে আয়ান খান ২৬, শোয়েব খান ২৫ রান করেন। বাংলাদেশের তানজিম হাসান নেন ৪ উইকেট।

মামুলি টার্গেটকে সামনে রেখে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং নেমেই দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার তানজীদ হাসান ও মোহাম্মদ নাঈম শেখ। দুই ওপেনার মিলে দলকে জয়ের ভিত গড়ে দেন। মাত্র ৮৬ বলে গড়েন ১০৯ রানের জুটি। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৪৯ বলে ৬৮ রানে থামেন তানজীদ।

দ্বিতীয় উইকেটে নেমে কোনো রান তুলতে পারেননি দলনেতা সাইফ হাসান। পরে জাকির হাসানকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার নাঈম শেখ। ৪২ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নাঈম। আর জাকির অপরাজিত থাকেন ১১ রানে।