নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে নেপাল। আজ (মঙ্গলবার) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেয়েছে নেপাল।
সামনে শক্তিশালী ভারত। তবে ফাইনালে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ জিততেই হতো নেপালকে। এমন সমীকরণ নিয়ে মাঠে নামে হিমালয়কন্যারা। শুরুতে কয়েকটি আক্রমণ করলেও ম্যাচের ২১ মিনিটে গোল হজম করে নেপাল। প্রথমার্ধে ভারত এই স্কোরলাইনে ড্রেসিংরুমে যায়।
তবে ৪৮ মিনিটে ভারতের একটি ভুল থেকে ম্যাচে সমতায় ফেরে নেপাল। ৬৮ মিনিটে নেপাল পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় নেপালের মেয়েরা। ম্যাচের বাকি সময় ভারত গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। উল্টো ৮৯ মিনিটে নেপাল আরেক গোল করলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় হিমালয়ের দেশটির।
চার দলের টুর্নামেন্টে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনালে উঠেছে নেপাল।