ওমানে অবৈধ ৯৬ হাজার বাংলাদেশী কর্মী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব জানান প্রতিমন্ত্রী।
প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের নিয়েও কথা বলেছেন। এবিষয়ে তিনি বলেন, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির কাজের সময় আরো পাঁচ দিন বাড়ানো হয়েছে।
বাড়তি এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তরা যাবতীয় অভিযোগ জমা দিতে পারবেন। তিনি আরও বলেন, ঈদের পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। যাদের বিরুদ্ধে গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।