আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডে আজ থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে বেন স্টোকসের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ।
দলের পক্ষে তিন ফরম্যাটেই খেলাটা কঠিন হয়ে যাচ্ছে বলেই ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। ২০১৯ সালে ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে জেতায় স্টোকসের গুরুত্বপূর্ণ ভূমিকা ক্রিকেট প্রেমিদের কাছে স্বরণীয় হয়ে থাকবে সারাজীবন।
২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় বেন স্টোকসের। এরপর দলের হয়ে ১০৪টি ওডিআই ম্যাচ খেলেছে স্টোকস। তিনটি সেঞ্চুরিসহ ২ হাজার ৯১৯ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৭৪টি উইকেট। চলতি বছরে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানের সিরিজ জয়ে দলকে নেতৃত্বও দিয়েছেন স্টোকস।