ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের কাছে হেরে বড় ধাক্কা খেল আর্সেনাল। এই হারের ফলে পয়েন্ট টেবিলে আর শীর্ষস্থানে ওঠা হল না আর্সেনালকে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই থাকতে হল আর্তেতার দলকে।

পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণে দাপট দেখিয়েছে তারা। জেসুস-সাকাদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছিল ওয়েস্ট হ্যাম। তবে ম্যাচের ১৩তম মিনিটে আর্সেনালের ডি-বক্সে বল চলে আসলে তা ভালোভাবে ক্লিয়ার করতে পারেনি ডিফেন্ডাররা। তার সুযোগ নিয়ে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন টমাস সোউচেক।প্রথম হাফে আর গোল হয়নি।

দ্বিতীয় হাফের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল আর্সেনাল। ম্যাচের ৫৫ মিনিটে কর্নার পায় আর্সেনাল। সেইসময় আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার কনস্টান্টিনোস মাভ্রোপানোস। ম্যাচের বাকি সময় আর পাল্টা গোল শোধ করতে পারেনি আর্সেনাল। শেষ পর্যন্ত ৯০ মিনিটে ওয়েস্ট হ্যামকে পেনাল্টি উপহার দেয় আর্সেনাল। তবে আর্সেনালের গোলরক্ষক রায়া সেটি সেভ করে দেন।

ম্যাচটি হারার ফলে এখন ১৯ ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৪০। আর এই একই সংখ্যক ম্যাচ খেলে ৪২ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে লিভারপুল। পয়েন্ট টেবিলে ১৯ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট পেয়েছে ওয়েস্ট হ্যাম। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য একটি ম্যাচে বড় ধাক্কা খেল টটেনহ্যাম। ৩৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছে টটেনহ্যাম।