আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে সবশেষ ঘোষিত ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। তিন ম্যাচে ১৪৯ গড়ে ২৯৮ রান করে সাত ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় তিনে উঠে এসেছেন ইমাম।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ রান করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ধরে রেখেছেন শীর্ষ স্থান।
বোলারদের তালিকায় আট ধাপ এগিয়ে সাতে উঠেছেন আরেক পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি।
অল রাউন্ডারদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষেই আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।