ঢাকা ওয়াসার কেন্দ্রীয় অফিস থেকে বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। গত এক সপ্তাহে এসব সাপ উদ্ধার করা হয়েছে। এতে ওয়াসা ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুসজ্জিত এই ভবনে কীভাবে এসব সাপ ঢুকেছে তা নিয়ে খোদ ওয়াসার এক শ্রেণীর ‘বঞ্চিত’ কর্মীদের দোষারোপ করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে নারাজ।

ওয়াসার এক কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে তিনটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপগুলো মেরে ফেলা হয়।

ওয়াসার জনসংযোগ কর্মকর্তা আব্দুল কাদের সাংবাদিকদের লেন, গত কয়েক দিনে কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছে। কোথায় থেকে এগুলো এসেছে তা আমাদের জানা নেই।