যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ও প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত শিক্ষক শাহেদ ইমনের বিরুদ্ধে একই বিভাগের এক নারী শিক্ষার্থীর যৌন হয়রানি ও কুপ্রস্তাবের শিকার হওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, বিভাগের শিক্ষক এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজক আবু শাহেদ ইমন তাকে দিনের পর দিন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কথায় সাড়া না দেওয়ায় তাকে একাধিকবার পরীক্ষায় ফেল করানো হয়। ২০২১ সালে লিখিত অভিযোগ দিলেও তিন বছরে কোনও ফল হয়নি। উল্টো দুই তদন্ত কমিটির কাছে তিনবার দিতে হয়েছে সাক্ষাৎকার। তবে তদন্ত ঠেকাতে হাইকোর্টে গিয়েও সুবিধা করতে পারেনি অভিযুক্ত শিক্ষক।
ভুক্তভোগী শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, বিভাগীয় প্রধান ওই কুপ্রস্তাবকারী শিক্ষককে নিয়ে তার বাড়িতে গিয়ে বহিষ্কারের ভয়ভীতি দেখিয়ে বাবাকে বিষয়টি ধামাচাপা দেওয়ার কথা বলেন। ২০২২ সালের এই ঘটনা নিয়ে হাইকোর্টে একটি রিট হলে তিনি বিজয়ী হন। তারপরও সেই কুপ্রস্তাবকারীর বিচার হয়নি বলে জানান ভুক্তভোগী।
এর আগে গত ১৮ মার্চ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। জীবনের নিরাপত্তা চেয়ে ওই বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এরপর ১৯ মার্চ একই অভিযোগে প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ রাষ্ট্রপতির কাছে আবেদন করেন তিনি।