কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে “বঙ্গবন্ধু বিচ” করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলীর মাঝামাঝি সৈকতকে “বীর মুক্তিযোদ্ধা বিচ”  নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সৈকতের দুটি পয়েন্টের নাম পরিবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কক্সবাজারের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার ১৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব  মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এমন প্রস্তাব করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আবেদনের প্রেক্ষিতে প্রজ্ঞাপনটি জারি করেছে সরকার। জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্টদের এটি বাস্তবায়নেের আদেশ দেয়া হয়েছে।”

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানিয়েছেন, “এ বিষয়ক প্রজ্ঞাপনটি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদেশ পেলে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”