রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদরদপ্তরের সামনে আগুনে পুড়েছে একটি যাত্রীবাহী বাস।

আজ শনিবার (২৭ শে এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে যাত্রিবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে বাসে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের কেউ হতাহত হয়নি।

তবে, মোটরসাইকেল চালককে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।