কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তীব্র গরমের মাঝেও কেন্দ্রে কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নবগঠিত ঈদগাঁও উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যসহ ৩৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী ইউনিয়নের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৭ টি। মোট ভোটার সংখ্যা রয়েছে ৮৮ হাজার ৭ শ ৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার, নারী ভোটার ৪০ হাজার ৫ শ ১২ জন।
এই পাঁচ ইউনিয়ন থেকে লড়ছেন ৪৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৭১ জন জন নারী সদস্য ও ২৫৮ জন সাধারণ সদস্য। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে টহলে রয়েছে বিজিবি ও র্যাব। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। প্রতি ৩ কেন্দ্র মিলে একটি করে মোবাইল টিম, ৪ কেন্দ্র মিলে একটি করে স্ট্রাইকিং ফোর্স, ৫ ইউনিয়নে ১৫ টি মোবাইল টিম কাজ করছে। এছাড়া প্রতি ইউনিয়নে ২ জন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রয়েছে বিশেষ নজরদারি।