কঙ্গনার ফিল্মোগ্রাফিতে যুক্ত হল আরো একটি বায়োপিক। গত মাসেই ‘নটী বিনোদিনী’র বায়োপিকের ঘোষণা করেছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। বিনোদিনী দাসীর চরিত্রে রুক্ষ্মিণী মৈত্রর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছিল।
এর মাঝেই চমকে দেয়ার মতো খবর। ‘নটী বিনোদিনী’ হিসাবে এবার পর্দায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। তবে রুক্ষ্মিণীর জায়গা নিচ্ছেন না অভিনেত্রী, বরং বাংলা থিয়েটারের কালজয়ী ব্যক্তিত্বকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। সেই ছবিতে নামভূমিকায় থাকছেন কঙ্গনা রানাওয়াত। পতিতাপল্লিতে জন্ম বিনোদিনী দাসীর।
উনিশ শতকের কিংবদন্তি মঞ্চাভিনেত্রী নটী বিনোদিনীর চরিত্রে এবার দেখা যাবে কঙ্গনাকে। সিনেমাটি পরিচালনা করবেন ‘পরিণীতা’-খ্যাত পরিচালক প্রদীপ সরকার। তবে সিনেমাটি নটী বিনোদিনীর জীবনীচিত্র কি না তা এখনও স্পষ্ট নয়।
এ পর্যন্ত ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। কিন্তু এই প্রথম কোনো বাঙালি ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে তাকে।
কঙ্গনা জানিয়েছেন, আমি প্রদীপ সরকারের একজন গুণমুগ্ধ। এ রকম একটা সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।
কঙ্গনা বলেন, প্রকাশ কাপাডিয়া জি-র সঙ্গেও প্রথমবার কাজ করতে চলেছি, আমি খুব উত্তেজিত এই অসাধারণ একটা যাত্রার অংশ হতে পেরে’।
আর প্রদীপ সরকার এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, কঙ্গনাকে নিয়ে ছবিটা করছি, এটুকুই এখন বলতে পারি। বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হওয়া বাকি। তাই কবে থেকে শুটিং শুরু করতে পারব এখনই জানি না। মুম্বাইয়ে শুটিং তো হবেই। সব ঠিক থাকলে কলকাতায় ছবির কিছু অংশের শুটিং করার ইচ্ছা রয়েছে।
এর আগে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ, জয়ললিতার বায়োপিকে অভিনয় করেছেন কঙ্গনা। আপতত ‘এমার্জেন্সি’ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।