চলতি সপ্তাহেই খবর আসে আবারও অবিশ্বাস্য সাক্ষী হতে যাচ্ছেন ভারতের আলোচিত বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার।

অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’-তে। যেখানে উপস্থাপক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সামনে লড়বেন তিনি। আর অনুষ্ঠান প্রচার হওয়ার আগেই জানা গেলো, এই পর্বে ভুবন জিতে নিয়েছেন ট্রফি।

গত ৩১ জানুয়ারি হয়েছে সেই পর্বের শুটিং। যা কলকাতার জি-বাংলায় দেখা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের ভাষ্যমতে, সেই ‌‘কাঁচা বাদাম’ গানের জেরেই একই মঞ্চে সৌরভ গাঙ্গুলীর পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজের প্রতিভায় সবাইকে হারিয়ে শেষ হাসি হেসেছেন ভুবনই। ‘দাদা’র হাত থেকে যখন ট্রফি নিয়েছেন, তখন হাততালিতে ফেটে পড়েছে প্রতিযোগিতার মঞ্চ।

জানা যায়, শুধু প্রতিযোগিতায় নামার আগে ভুবনকে খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছিল। আর তিনি যা যা জানেন, যেমন গান, বাদাম ইত্যাদির ওপরেই তাকে প্রশ্ন করা হয়েছিল। তবে অন্যরাও তার সঙ্গে টিকতে পারেনি।

উল্লেখ্য, ‘কাঁচা বাদাম’ শিরোনামের একটি গানেই একেবারে সুপারহিট হয়েছিলেন ভারতের দরিদ্র বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার। বীরভূম থেকে একেবারে বিলেতে পৌঁছে গেছে তার সুর। তার সেই ‌গানের কল্যাণেই এবার করলেন টিভি শো।