বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রবিবার (৩ আগস্ট) শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে একটা লড়াই আছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। গোটা দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। তার আগে দেশের মানুষ অপেক্ষায় আছে তারেক রহমান দেশে ফিরে আসবেন।
ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারত থেকে হাসিনা নানা ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনা যাতে এই দেশে ফিরতে না পারে, আমাদের শপথ নিতে হবে।