কয়েকবার ওঠানামা করার পর স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য এই বছরের সর্বনিম্ন স্বর্ণের মূল্য।
আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বাজুসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ১৩৭ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা। এর পূর্বমূল্য ছিলো ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার বিকাল ৪টা থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নিম্নরূপ হারে নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৯৭০ টাকা। ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৫১৬ টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৮ হাজার ১৫৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৬ হাজার ৫৬৬ টাকা।
তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।