বৃষ্টির পর আবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম একদিনের ক্রিকেট খেলা শুরু হয়েছে। তবে খেলা হবে ৪২ ওভারের। ম্যাচে দুজন বোলার সর্বোচ্চ নয়টি ও তিনজন সর্বোচ্চ আট ওভার করে করতে পারবেন।
খেলা শুরুর পর বল হাতে ঠিকই জ্বলে উঠলেন কাটার মাষ্টার মোস্তাফিজ। পরপর দুই ওভারে জোড়া উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি এই পেসার। এতে দলীয় ১৬ রানে ২ ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
বৃষ্টির পর একপ্রান্তে মোস্তাফিজ বল করলেও অন্যপ্রান্তে তানজিম সাকিবের বদলে স্পিনার নাসুম আহমেদকে নিয়ে আসেন ক্যাপ্টেন লিটন দাস। বোলিংয়ে এসেই নিউজিল্যান্ডকে চাপে রাখেন তিনি। নিজের প্রথম দুই ওভারে বল হাতে কোনো রানই খরচ করেননি বাঁহাতি এই স্পিনার।
সেই চাপ থেকে বের হওয়ার আগেই কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফেরান কাটার মাষ্টার মোস্তাফিজ। তার বলে উইকেটের পিছনে দারুণ এক ক্যাচ লুফে নেন জাতীয় দলে ফেরা উইকেটকিপার নুরুল হাসান সোহান। এতে দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা।
মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ হয়। বৃষ্টি আসার আগপর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও কেবল ৯ রান খরচ করেছে টাইগাররা। বৃষ্টির পর আবার ব্যাট করছে কিউইরা।
বিশ্বকাপের আগে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মূল ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার মঞ্চে একাদশে ফিরেছেন অভিজ্ঞ দুই টাইগার ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।ফেরার তালিকায় আরও আছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।