চীনে করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস স্থগিত করেছে কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে চীনের হাংজুতে হতে যাওয়া এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য আয়োজনকরা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

চীনের সাংহাইসহ বেশ কয়েকটি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সতর্কতার জন্যই তারা দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ান অলিম্পিক কমিটির সাথে আলোচনা করেই গেমস স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে এশিয়ান গেমস স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও।

আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হাংজুতে ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।