সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ব্যর্থতা সঙ্গী করে দেশে ফিরেছে সাকিব বাহিনী। রোববার সকালে ভারতের পুনে থেকে দেশের উদ্দেশে রওনা দেন রিয়াদ-মুশফিকরা। পরে তাদের বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের পরাজয়ে শেষ হয় বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ। তবে রান রেটে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে অষ্টম স্থানে থাকায় ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা কার্যত নিশ্চিত হয়েছে টাইগারদের। এ নিয়ে লিগ পর্বের ৯টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র দু’টিতে।
দলের নিয়মিত অধিনায়ক সাকিব আগেই দেশে ফিরেছেন। ক্রিকেটারদের সঙ্গে ঢাকা ফিরেছেন শুধু প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দলের কোচিং স্টাফের বেশির ভাগ সদস্য ভারত থেকেই যার যার দেশে ফিরে গেছেন। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। তার আগেই তারা আবার বাংলাদেশে আসবেন।
দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না শান্ত-লিটনরা। আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে আর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।