উত্তর কোরিয়ায় অতিমারি করোনা প্রকট আকার ধারণ করেছে। দেশটির পাঁচ লাখের বেশি মানুষ জ্বরে ভুগছেন। আজ শনিবার জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২১ জন। এমন পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। খবর বিবিসি ও এএফপির।
প্রাণঘাতী এই ভাইরাস প্রথম শনাক্ত এবং দেশজুড়ে লকডাউন জারির দু’দিন পর দেশটির কর্তৃপক্ষ প্রাণহানির এই তথ্য প্রকাশ করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ বলছে, শুক্রবার নতুন করে আরও এক লাখ ৭৪ হাজার ৪৪০ জনের জ্বর শনাক্ত হয়েছে। একই সঙ্গে এদিন জ্বরে ভুগে মারা গেছেন আরও ২১ জন। তবে দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত কতজনের প্রাণহানি ঘটেছে সেবিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।
এদিকে, দেশটির নেতা কিম জং উন উত্তর কোরিয়ায় দ্রুত করোনাভাইরাস বিস্তারকে ‘মহাবিপর্যয়’ বলে মন্তব্য করেছেন। শনিবার এক জরুরি বৈঠকে অংশ নিয়ে দেশে ভাইরাসের বিস্তার মোকাবিলায় সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। যদিও বিশেষজ্ঞদের ধারণা, অনেক আগেই দেশটিতে এই ভাইরাসের বিস্তার ঘটেছে। তবে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে দু’দিন আগে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে ঘোষণা দেয়।