বাংলাদেশের বহুমাত্রিক অভিনেতা মোশাররফ করিমকে আবারো দেখা যাবে কলকাতার সিনেমায়। ছবির নাম ‘হুব্বা’। এতে লিড রোল প্লে করেছেন মোশাররফ। পশ্চিমবঙ্গের গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটিতে মোশাররফের নতুন লুক প্রকাশ হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের নাট্যকার, অভিনেতা ও ‘বিজ্ঞান প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি’ মন্ত্রী ব্রাত্য বসু।

এর আগে,  ‘ডিকশনারি’ সিনেমা করে কলকাতায় দারুণভাবে প্রশংসিত হয়েছিলেন মোশাররফ। ভারতেও তুমুল জনপ্রিয়তা পান তিনি। সেই সুবাদেই তাকে আবারো ছবির জন্য প্রস্তাব দেন ব্রাত্য বসু। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ প্লাসকে ব্রাত্য বলেন, ওর লুক সেটের সময়ে খেয়াল রেখেছিলাম যেন একই সঙ্গে ছিঁচকে ভাব ও আন্ডারওয়ার্ল্ডের প্রতিপত্তিশালী ডনের ছাপ, দুটোই যেন ফুটে ওঠে। তাই লুকটা এমনভাবে সেট করা  হয়েছে, যেটা খুব মজার আবার কিছু ক্ষেত্রে নৃশংসও লাগবে।

ইন্দ্রনীল ও মোশাররফ ছাড়া সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পৌলমী বসু, লোকনাথ দে।