কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কাদার নিচে বাস চাপা পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) ভারি বৃষ্টিপাতের কারণে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রিসারালডা প্রদেশের পুয়েলবো রিকোয় এ ঘটনা ঘটে। সে সময় কাদাপানির নিচে চাপা পড়ে একটি বাস।

গত দু’দিনে রাজধানী বোগোতা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির দু’টি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ির ছাড়াও বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট। টানা ভারি বৃষ্টির কারণেই এই দুর্যোগ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

হতাহতের ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। চলতি বছর অস্বাভাবিক বৃষ্টিপাত দেখছে কলম্বিয়া। বৃষ্টি-বন্যার জেরে এ বছর প্রাণ গেছে ২১৬ জনের। গৃহহীন হয়েছে ৫ লাখ ৩৮ হাজার মানুষ।