রাজধানীর হাতিরপুলের ফ্রি-স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পিলাক রঞ্জন সরকার (২৪) নামের ওই শিক্ষার্থীল মরদেহ উদ্ধার করা হয়। রাত পৌনে ১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পিলাক রঞ্জন ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অথ্যয়নরত ছিলেন। সে ময়মনসিংহ সদর উপজেলার পৃথীশ রঞ্জন সরকারের ছেলে। বর্তমানে ১৮৭/৫ স্কুল স্ট্রিট হাতিরপুল নবমতলায় ভাড়া বাসায় থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সোমবার রাত পৌনে ৮টার দিকে খবর পেয়ে ১৮৭/৫ স্কুল স্ট্রিট হাতিরপুল নবমতলার বাসায় যায়। এসময় দরজা ভেঙে ফ্যানের হুকের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা যায়, সে গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা করেছে। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান তিনি।

রঞ্জনের রুমমেট জাহিদ হাসান বলেন, সোমবার সন্ধ্যার পর বাসায় ফিরে এসে দেখি তার কোনো সাড়াশব্দ নাই, রুমের দরজা বন্ধ, ভেতর থেকে লক করা। এসময় কলাবাগান থানা পুলিশকে ট্রিপল নাইনে খবর দিলে পরে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। পিনাক রঞ্জন মাস খানেক আগে থেকেই একটু ডিপ্রেশনে ছিলেন। চুপচাপ থাকতেন, কিছুই বলতেন না