কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দু’জন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) ভোরে উত্তর আমেরিকার এই দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে সিরিজ গোলাগুলির ঘটনায় তারা প্রাণ হারান। পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

পুলিশ বলেছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে হামলাকারী একাই ছিলো।  ঘটনার পর দুইজনের মরদেহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাদের ধারণা, গৃহহীনদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্দেহভাজন ও ভুক্তভোগীদের নাম পরিচয় এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি জানান, বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা নির্ধারণের জন্য আমরা এখনও তদন্ত করছি।