ভারতের দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ দুপুরে এই ঘোষণা দিয়েছেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন তিনি। মানুষের রায়ে নির্বাচিত হন যদি, তবেই ফিরবেন। দু’দিন আগেই আবগারি মামলায় জামিন পেয়েছেন কেজরিওয়াল।
আজ রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন কেজরিওয়াল। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, দু’দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছি। মানুষ রায় না দেয়া পর্যন্ত আমি চেয়ারে বসব না। প্রত্যেক বাড়িতে যাব, দরজায় দরজায় পৌঁছাব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।
কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন, তা ব্যাখ্যা করে কেজরিওয়াল বলেন, আদালত জামিন দিয়েছে। এই মামলা চলবে। আইনজীবীদের জানিয়েছে, আদালত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। কিন্তু তারা বললেন, মামলা ১০-১৫-২০ সাল চলতে পারে। আদালত যা করতে পারত করেছে। কিন্তু আজ আমি জনতার আদালতে এসেছি। আপনারাই বলবেন, আমি দোষী নাকি নির্দোষ? কেজরিওয়াল সৎ না অসৎ? দু’দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি আমি। মানুষের রায় না শোনানো পর্যন্ত ওই চেয়ারে বসব না আমি।
গত শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় প্রায় ছ’মাস দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যে মামলা করিয়েছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বেআইনিভাবে জেলে পাঠানো হয়েছে বলেও লাগাতার দাবি করে আসছিল আম আদমি পার্টি।