মিয়ানমারের আটক সাবেক নেতা ও নোবেল বিজয়ী অং সান সু চি কে কারাগার থেকে আবারও গৃহবন্দি করা হয়েছে। দেশটির সামরিক সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, তাপদাহের  কারণে হিটস্ট্রোক এড়াতে সু চি ও আরও কয়েকজন বয়স্ক কারাবন্দির জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে অং সান সু চির ছেলে কিম অ্যারিস কারাগারে তার মায়ের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। সু চি গুরুতর মাড়ির রোগে ভুগছেন বলে জানিয়েছেন তিনি। ২০২১ সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করার পরে কয়েক বছর জেলে থাকায় তার খাবার খেতে সমস্যা হতো।

১৯৮৯ সালে প্রথমবারের মতো গৃহবন্দী হন সু চি। ১৯৯১ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার জেতেন। ২০১০ সালে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান তিনি। ২০১৫ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। সামরিক বাহিনীর আংশিক সংস্কারের পর গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় তিনি ক্ষমতাগ্রহণ করেন। তবে ২০২১ সালে অভ্যুত্থানের পর এ প্রক্রিয়া আবারো থেমে যায়।