ঈদের শপিং শেষে যাতে নগরবাসী নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য আগামীকাল বুধবার থেকে মেট্রোরেল এক ঘণ্টা অতিরিক্ত সময় চালানো হবে। ঈদের আগ পর্যন্ত মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।
আজ মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। বর্তমানে শেষ ট্রেন মতিঝিল থেকে রাত ৮টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে রাত ৮টায় ছাড়ে। বাড়তি এক ঘণ্টায় প্রতি ১২ মিনিট পরপর উভয় প্রান্ত থেকে ট্রেন ছাড়বে।
নতুন সময়সূচির সাথে সঙ্গতি রেখে টিকিট কাউন্টারগুলো রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত খোলা রাখা হবে। শুধু যাদের কাছে এমআরটি ও র্যাপিড পাস থাকবে তারাই বাড়তি এ সময়ে মেট্রোরেলে চড়তে পারবেন।
এই বর্ধিত সময়ে আরও ১০ বার মেট্রোরেল চলাচল করবে। এতে দৈনিক মেট্রো ট্রেন ১৯৪ বার চলাচল করবে এবং মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
নতুন সময় রমজান উপলক্ষে চালু হলেও ঈদুল ফিতরের ছুটির পরেও তা অব্যাহত থাকার সম্ভাবনা আছে বলে এম এ এন সিদ্দিক জানান।