বরেণ্য সাংবাদিক, কলামিস্ট মরহুম আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার (২৮শে মে) সকাল ১১ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছর কথা রয়েছে। এসময় বাংলাদেশ সরকারের পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক মরহুম আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।

গার্ড অফ অনার এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ শনিবার বেলা ১টা হতে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা নুষ্ঠিত হবে।

এরপর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের করা হবে। বিকাল সাড়ে ৪ টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে। বিকাল সাড়ে ৫ টায় আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ সমাহিত করা হবে। উল্লেখ্য, গত ১৯শে মে ২০২২ তারিখে লন্ডনের একটি হাসপাতালে আব্দুল গাফফার চৌধুরী মৃত্যুবরণ করেন।