ভারী বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে স্থলবন্দরসহ আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকালে উপজেলার চারটি ইউনিয়নে ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের সবজিখেত, ফসলি জমি, পুকুরসহ এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর।

স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে ভারী বর্ষণ ও ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

বন্যার কারণে ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার। ওপারের পাহাড়ি ঢলের পানিতে উপজেলার সীমান্তবর্তী চারটি ইউনিয়নের মধ্যে মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারতীয় পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি উঠার পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। পুরো বন্দর এলাকা এখন পানিতে তলিয়ে গেছে।

ইউএনও গাজালা পারভীন জানান, বিপুল পরিমাণ ফসলি জমি ও বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামতের কাজ করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে। দ্রুতই যান চলাচলের উপযোগী করা হবে।

তিনি আরও জানান, উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়ণকেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পানিবন্দি পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হবে।