আগামীকাল শুক্রবার (২৮শে অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘দামাল’। এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবির ট্রেলার ও গান।

সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-রাজ-মিম। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।

স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’ ছবিটি। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফি। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের নভেম্বরে।

চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘ফুটবল’-বাংলাদেশের মানুষের দুই ‘বড়’ আবেগ একসঙ্গে মিশেছে ‘দামাল’ সিনেমায়, তাই এই আবেগের অংশীদার হতে দর্শক সিনেমাটি দেখবেন।

নির্মাতা রায়হান রাফির কাজের ‘সাফল্যও’ এ সিনেমার মাধ্যমে দর্শকের বিচারে আসবে বলেও মনে করেন তিনি।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাতেই চলবে ‘দামাল’। এই শাখাগুলোতে প্রথম দিন (শুক্রবার) ১৬টি শো দেখা যাবে। ঠিক এর পরদিন (শনিবার) থেকে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় ১৭টি শো চলবে।

সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (৫টি শো), মিরপুর সনি (৪টি শো), মহাখালীর এসকেএস (২টি শো), ধানমন্ডি সীমান্ত সম্ভার (৪টি শো) ও বিজয় সরণী (২টি শো)- সবগুলো শাখা মিলে ১৭টি শো দেয়া হয়েছে; এমনটা জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।