কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। রোববার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ও এনডিটিভিসহ আরও বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের।
এর আগে সংগীতশিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, ‘দুই সপ্তাহ আগে হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা নিয়ে তাঁকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা খুব একটা আশাবাদী ছিলেন না। ভারত থেকে তাঁর পুরো পরিবার তাঁর এই সময়ে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন।
ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অসাধারণ অবদানের জন্য বিশ্বব্যাপী খ্যাতিমান ওস্তাদ জাকির হুসেন এই বছর ৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। হুসেন সাতটি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে মুম্বইয়ে ওস্তাদ গুলাম মুস্তাফা খান পুরস্কারও পেয়েছিলেন তিনি।
১৯৫১ সালের ৯ মার্চ মুম্বইয়ের মাহিমে তবলা বাদক, আল্লা রাখা এবং ববি বেগমের ঘরে জন্মগ্রহণ করা জাকির হুসেন খুব অল্প বয়সেই তবলা বাজানোর প্রতি ঝোঁক পোষণ করেছিলেন। জাকির হুসেন মাত্র ৩ বছর বয়সে তাঁর বাবার কাছ থেকে মৃদং (একটি শাস্ত্রীয় তালবাদ্য বাদ্যযন্ত্র) বাজানো শিখেছিলেন এবং ১২ বছর বয়সে কনসার্টে পারফর্ম করতে শুরু করেন। অসাধারণ প্রতিভার কারণে পদ্মভূষণ এবং পদ্মশ্রী এবং সংগীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তি শিল্পী।