যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডসের (কিউএস) বৈশ্বিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫৫৪তম স্থানে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৪ জুন) রাতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাময়িকীতে কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস ) র্যাংকিংয়ে এবারে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। টানা দুই বছর পেছানোর পর এ দুটি বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এবার এগিয়েছে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ গতবারের চেয়ে এবার পিছিয়েছে।
তালিকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৭৬১ থেকে ৭৭০তম এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটি ৯০১ থেকে ৯৫০ এর মধ্যে অবস্থান করছে।
এ বছরের তালিকায় ১ হাজার ৫০৩টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের লন্ডনের ইমপেরিয়াল কলেজ ও তৃতীয় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
গত কয়েক বছরে তালিকায় এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২২ ও ২০২৩ সালে প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়টি ৮০১ থেকে ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল।
একাডেমিক খ্যাতি, গবেষণা, চাকরিতে স্নাতকদের দক্ষতা, অনুষদ ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তার সংখ্যা, আন্তর্জাতিক অনুষদ ও শিক্ষার্থী সংখ্যার অনুপাতসহ প্রায় ১১টি সূচকের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করা হয়।