বলিউড অভিনেতা-অভিনেত্রী কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবি ও ভিডিও ওটিটি প্লাটফর্মে বিক্রি করেছে। আর সেটির টাকার অংকে ৮০ কোটি রুপি। এমনই এক তথ্য প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
গণমাধ্যমের খবর, কিয়ারা-সিদ্ধার্থ আমাজন প্রাইমের কাছে বিক্রি করেছেন তাদের বিয়ের ভিডিও এবং ছবি। আর সেই কারণেই পাপারাৎজিদের কাছে পোজ দিতে একদমই চাননি তারা। আমাজনে বলিউড ওয়েডিংস সিরিজে দেখানো হবে এই বিয়ে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিদ্ধার্থ ও কিয়ারার কাছ থেকে।
সিদ্ধার্থ-কিয়ারা জুটি হয় ‘শেহশাহ’ ছবিতে। ২০২১ সালে মুক্তি পায় ছবিটি। এই ছবির সেটেই প্রেম হয় তাদের। দুই বছরের প্রেমের পর অবশেষে পরিণতি। মঙ্গলবার ৭ জানুয়ারি হিন্দু রীতি মেনে ব্যান্ড বাজা বারাতের সঙ্গে হল বিয়ে। ভক্তরা এই দুজনকে বিয়ের শুভেচ্ছা তো জানিয়েছেই, সেই সঙ্গে শুভেচ্ছাবার্তা এসেছে বলিউডের অন্দর থেকেও। অতিথি তালিকায় দুই পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন ইশা আম্বানি, করণ জোহর, মীরা রাজপুত ও শহিদ কাপুর, জুহি চাওলারা।
এই রাজকীয় বিয়েতে ১০ দেশের ১০০-র বেশি পদ ছিল অতিথিদের জন্য। মেনুতে ছিল ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানী, পাঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে ছিল জয়সলমেরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু। পাঞ্জাবি ছেলে সিদ্ধার্থ, পাঞ্জাব এবং দিল্লি থেকে আসা বরপক্ষের জন্য মশলাদার ও চটকদার খাবারেরও ব্যবস্থা ছিল। বিয়ের পর সূর্যগড় দুর্গে মঙ্গলবারই বসেছে রিসেপশনের আসর। জানা যাচ্ছে, মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিতেও বৌভাতের আয়োজন করবেন সিদ্ধার্থ।