ভারতীয় কিংবদন্তি সংগীত তারকা কিশোর কুমারের জন্মদিন আজ ৪ আগস্ট। ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র সংগীতের অন্যতম দিকপাল কিশোর কুমার গাঙ্গুলি। সর্বজনে তিনি কিশোর কুমার নামেই পরিচিত। তিনি ছিলেন একাধারে সংগীতশিল্পী, অভিনেতা, চিত্র-পরিচালক ও চিত্রনাট্যকার। তবে সবকিছু ছাপিয়ে বর্ণাঢ্য এক সংগীত ক্যারিয়ার রেখে গেছেন কিশোর কুমার।
কিংবদন্তি এই সংগীতশিল্পীর আজ ৯৩তম জন্মদিন। ১৯২৯ সালের ৪ আগস্ট ভারতের মধ্যপ্রদেশের এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন কিশোর কুমার। চার ভাই-বোনের মধ্যে কিশোর কুমার ছিলেন সবার ছোট। তার ভাই অশোক কুমার ছিলেন অভিনয়ের মানুষ। সেই সূত্রে তাকে অভিনেতা বানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু কিশোর কুমারের ছিল গানের নেশা। কিশোর কুমার একাধারে ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক।
ভারতীয় চলচ্চিত্রে সর্বাধিক সফল এবং সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবেও পরিচিত তিনি। ভারতের প্রায় সব ভাষায় গান গাওয়ার কৃতিত্ব রয়েছে কিশোর কুমারের। সংগীত ক্যারিয়ারে প্রায় আড়াই হাজার গান গেয়েছেন তিনি। হিন্দি ও বাংলা ভাষার বেশকিছু ছবিতেও অভিনয় করেছেন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ৮ বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এই শিল্পী।
অদ্ভুতভাবে কিশোর কুমারের জীবনে ৪ সংখ্যাটি জড়িয়ে আছে। তার জন্ম ৪ তারিখ ভোর ৪টায়। বিয়ে করেছেন ৪ বার, সন্তানও ৪ জন। ১৩ অক্টোবর ১৯৮৭ সালে না ফেরার দেশে পাড়ি জমান তুমুল জনপ্রিয় এই শিল্পী। তার জন্মদিন উদযাপনে যদি বেছে নিতে হয় তবে কোন গানগুলো নেবেন শ্রোতারা? ‘যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে’, ‘আশা ছিল ভালোবাসা ছিল’ নাকি ‘মোর স্বপনের সাথি তুমি কাছে এসো’ সেসব নির্বাচন জটিল কাজ।