ঋণের কিস্তির টাকা না পেয়ে গৃহস্থের বাড়ি থেকে হাঁস ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ফিরোজ খান নামে এক এনজিও কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী হাফিজা খানম টিএমএসএস এনজিওর সদস্য।

তিনি জানান, এনজিওটি থেকে চলতি বছরের প্রথমদিকে ৬০ হাজার টাকা লোন উত্তোলন করেন হাফিজা। প্রতি সপ্তাহে ১ হাজার ২৫০ টাকা করে নিয়মিত কিস্তি দিয়ে আসছিলেন।

মঙ্গলবার কিস্তির টাকা উত্তোলন করতে এনজিওর মাঠকর্মী ফিরোজ খান হাফিজার বাড়িতে যান। এ সময় হাফিজা কিস্তির টাকা দিতে সময় চান। কিন্তু মাঠকর্মী ফিরোজ খান কিস্তির টাকার পরিবর্তে ওই নারীর উঠোনে থাকা চীনাহাঁস দাবি করেন। না দিতে চাইলে ফিরোজ খান একটি হাঁস ধরে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে এনজিওটির অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খান বলেন, ‘কিস্তির টাকার পরিবর্তে দাম ধরে হাঁস আনা হয়েছে।’ আর কিস্তির টাকার পরিবর্তে দাম ধরে হাঁস কিনে আনলে অপরাধের কিছু নয় বলে দাবি করেছেন এনজিওটির ম্যানেজার মো. রাজেক ইসলাম।

তবে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত বলেন, ‘কিস্তির টাকার পরিবর্তে ঋণগ্রহীতার বাড়ি থেকে কোনো জিনিসপত্র আনার বৈধতা নেই।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসও একই কথা জানালেন। তিনি বলেন, ‘কিস্তির টাকার পরিবর্তে হাঁস আনার বিষয়টি অবৈধ। এই এনজিওটি আমার উপজেলার আওতাভুক্ত নয়।’