কিয়েভের উপকণ্ঠে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাকারিভ এলাকা থেকে রুশ সেনাদের হটিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে কিয়েভকে ঘিরে ফেলার রুশ বাহিনীর প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিযেছে, কয়েক দিন ধরে লড়াইয়ের পর কিয়েভ থেকে ৩০ মাইল পশ্চিমে অবস্থিত মাকারিভ এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, রাশিয়ানরা পিছু হটার পর সেখানে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, তাদের পক্ষে ইউক্রেনীয় বাহিনীর এমন দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ন্যাটোর এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষ পিছু হটছে না। এতে করে অচলাবস্থা তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রুশ পদাতিক বাহিনী স্থবির হয়ে পড়েছে এবং রাশিয়ার বিমানবাহিনী এখনও ইউক্রেনের আকাশে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি।

এই কর্মকর্তা বলেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রাশিয়া পিছু হটছে না। গত কয়েকদিন ধরে রুশ বাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে।