দেশের স্বাধীনতা বিপন্নতার মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্ত অরক্ষিত থাকায় দেশ গভীর সংকটে।
বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি চিনের হামলার ঘটনায় তিনি বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠি আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় পাহাড়ে বেড়ে ওঠেছে। কুকিচীনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ করে রিজভী বলেন, সরকার এই নিয়ে নাটক করেছে।
দেশের নিরাপত্তা ও সার্বোভৌমত্ব রক্ষায় সীমান্তে বিপুল সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ থাকবে না। কুকিচিনের আস্তানা ধ্বংস করা হয়েছিল, তারা ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছিল-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে স্পষ্ট কুকিচিন সম্পর্কে সরকার অবগত থাকলেও কোনো খোঁজ রাখেনি বা রাখার প্রয়োজন মনে করেননি। কুকিচিনকে ব্যবহার করে হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে সরকার দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে। বান্দরবানের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিতে পারে।