পুকুর চুরির কথা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু কুমির চুরির ঘটনা শুনেছেন কী? এবার জ্যান্ত একটা কুমির চুরি করে খোদ পুলিশকেও অবাক করে দিয়েছে এক যুবক। আর এই কুমির চুরির কারণটাও কম চমকপ্রদ নয়।

পুলিশের বরাত দিয়ে রবিবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় শনিবার ভোরে ৩২ বছর বয়সী ওই যুবককে এক ককলেট লজের ছাদে জ্যান্ত একটা কুমির ছুঁড়ে ফেলার চেষ্টাকালে হাতেনাতে ধরে ফেলে পুলিশ কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তারা জানান, ওই যুবক কুমিরটির লেজ ধরে সেটিকে ভবনের ছাদে ছুঁড়ে ফেলার চেষ্টা করছিলেন। পরপর দুইবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

এ ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে কুমির চুরি এবং কুমিরকে আঘাত করা, নিরস্ত্র অবস্থায় ব্যক্তিগত এলাকায় চুরির চেষ্টা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

ওই যুবক স্থানীয় একটি মিনিয়েচার গলফ কোর্স থেকে কুমিরটিকে চুরি করেছিল বলে জানিয়েছে পুলিশ। ওই কুমিরটিকে ‘শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে’ চুরি করেছিলেন তবে পুলিশকে জানিয়েছেন তিনি।