অচিরেই দেশে নতুন বিভাগ ঘোষণার বিষয়ে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, পতিত স্বৈরাচার হাসিনা বলেছিল কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা এখন বলতে চাই, এখানে কোনো বিভাগ হলে কুমিল্লা নামেই হবে। এটা করার জন্য যা প্রয়োজন সব করা হবে। সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে শিগগিরই বাস্তবায়নের তাগিদ দেওয়া হবে।

শনিবার (৩০শে নভেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় দেশ সুন্দর করে সাজাতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানান তিনি।

দেশ নিয়ে অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বহিরাগত শক্তি কল্যাণে নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বদ্ধমূল ধারণা ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় আসা যায় না। তাই তারা যেভাবে বক্তব্য দিচ্ছে স্বাধীন দেশের মানুষের জন্য তা অত্যন্ত কলঙ্কজনক।

অনুষ্ঠানে কুমিল্লা ও আশপাশের জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোট ৩৫ জন শহীদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়।