সিলেটে বিপিএল ক্রিকেটে দিনের প্রথম খেলায় জয় পেয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ৮ রানে হারিয়েছে কুমিল্লাকে।
আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান তোলে রংপুর। বাবর আজম দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া, আজমতউল্লাহ ওমরজাই ৩৬ রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে, তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয়।
মহিদুল ইসলাম সর্বোচ্চ ৬৩ রান করেন। এবারের বিপিএলে এটি রংপুরের তৃতীয় জয়। একই ভেন্যুতে আরেক খেলায় এখন মাঠে লড়ছে সিলেট ও বরিশাল।