লিসকে হারিয়ে ৩২ বছর পর ইতালিয়ান সিরি ‘এ’ শিরোপা জয়ের আরও কাছে চলে এসেছে নাপোলি। শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে তারা। ১৯৮৯-৯০ মৌসুমে সর্বশেষ ইতালিয়ান লিগের শিরোপা জিতেছিল নাপোলি। এরপর কেটে গেছে ৩২ বছর। তবে লিগ চ্যাম্পিয়নদের ট্রফিটি উঁচিয়ে ধরা হয়নি তাদের। দীর্ঘদিন পর আবার চ্যাম্পিয়ন হওয়ার পথে দলটি।

লিসের মাঠে গতরাতে মৌসুমের অন্যসব ম্যাচের মতো শুরু থেকেই আধিপত্য বিস্তার করে নাপোলি। যদিও নবম মিনিটেই তারা পিছিয়ে পড়তে পারতো। তবে লিসের রেমির নেওয়া শট বাধাগ্রস্ত হয় ডি-বক্সে।

নাপোলি পাল্টা আক্রমণে যায় ১৮তম মিনিটে। আর প্রথম আক্রমণেই পায় সাফল্য। দি লনেজোর গোলে এগিয়ে যায় ক্লাবটি। বিরতির আগ পর্যন্ত স্কোর আর পরিবর্তন হয়নি। তবে বিরতির পর ম্যাচে ফিওে আসে লিস। ৫২তম মিনিটে ফেদ্রিকোর বুলেটগতির শট ঠেকাতে ব্যর্থ হন নাপোলি গোলরক্ষক।

তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিস। নিজেদের ভুলে ফের পিছিয়ে পড়ে। ডিফেন্ডার অ্যান্তেনিও গাল্লো বল ক্লিয়ার করতে গিয়ে দিয়ে বসেন আত্মঘাতী গোল। এরপর শেষ ৩০ মিনিটে বারবার চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি লিস।

এই জয়ে ২৯ ম্যাচে নাপোলির পয়েন্ট ৭৪, দুইয়ে থাকা লাজিও তাদের চেয়ে পিছিয়ে ১৯ পয়েন্টের ব্যবধানে। আপাতদৃষ্টিতে ম্যারাডোনার ক্লাবের শিরোপা জয় সময়ের ব্যাপারমাত্র।