কুমিল্লার হোমনায় মা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ঘাগুটিয়া গ্রামে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার বড় ঘাগুটিয়া এলাকার ভূঁইয়া বাড়ির শাহপরাণের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তার ছেলে সাহাব উদ্দিন (৯) এবং শাহপরাণের ভাগনি ও হোমনা উপজেলার যুবলীগ নেতা রেজাউল করিমের মেয়ে তিশা আকতার (১৪)। নিহত তিশা পার্শ্ববর্তী গ্রামের রেজাউল করিমের মেয়ে। মাহমুদা সন্তানসম্ভবা ছিলেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি।
ওসি আরও জানান, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তিশা তার ফুপু মাহমুদার বাড়িতে মাঝেমধ্যে এসেই থাকতো। তাদের মরদেহে শ্বাসরোধ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে, মৃত্যুর ঘটনাটি গতরাতে কোনো এক সময় ঘটে থাকতে পারে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।