রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাঁচাবাজার ও নতুন কাঁচাবাজারে দোকানের সংখ্যা ছিল প্রায় ৭০০। আজ বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) ভোরে লাগা আগুনে মার্কেটে চার শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ আগুনে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেক ব্যবসায়ী। এ মার্কেটে সবজি দোকানের পাশাপাশি জুতার দোকান, স্বর্ণের দোকানসহ অনেক ধরনের দোকান রয়েছে।
ব্যবসায়ীরা জানান, মার্কেটের হক বেকারিতে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে একে একে অন্যান্য দোকানগুলোয় লাগে।
ব্যবসায়ীরা বলছেন, পুড়ে যাওয়া দোকানগুলোতে কোটি কোটি টাকার মালামাল ছিল। মার্টেকটিতে ৫শর বেশি দোকান ছিল। এসব দোকানে কাজ করে ২ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন।
ব্যবসায়ীরা বলছেন, আগুন নেভাতে গিয়ে পানির সংকটের মুখে পড়ে ফায়ার সার্ভিস। পানির উৎস খুঁজতে গিয়ে আগুনের লেলিহান শিখা আরও ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা আশেপাশের বাড়ি থেকে পানি নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেছেন আগুন নেভানোর। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।
ওই মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, একটা সুতাও বের করতে পারিনি। আমার দোকানে ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল ছিল। বিলাপ করতে করতে এক ব্যবসায়ী বলেন, ‘ভাই আমার ছোট দোকান। ২৫ লাখ টাকা ব্যাংকে ঋণ ভাই। সব শ্যাষ, ছাই হইয়া গেছে ভাই। আমি কি করবো ভাই। আল্লাহ আমারে ছাই কইরা দিলো।’
মার্কেটের এক ছাতার দোকানী বলেন, আমার ছোট এই দোকানে ৩-৪ লাখ টাকার মালামাল ছিল। আমি কালও মাল আনছিলাম, আমার সব শেষ।
অপর এক ব্যবসায়ী জানান, মার্কেটের বিভিন্ন দোকানে তার মালামাল ছিল। তিনি শাড়ি কাপড় সরবরাহ করতেন। লাখ লাখ টাকার মালামাল ছিল আমার।
চোখের সামনে নিজের শেষ সম্বল পুড়ে যেতে দেখে বিলাপ করতে করতে এক নারী বলেন, আমার স্বামী নাই, আমার এই দোকানের ভাড়া দিয়ে আমি চলি।
বুধবার দিবাগত রাত পৌনে চারটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ৭টি ইউনিট, পরে একে একে ১৭টা ইউনিট কাজ শুরু করে। সেইসঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।