দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা বিদেশি তিন পর্যবেক্ষক রাজধানীর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে জানিয়েছেন, তারা যেসব কেন্দ্র পরিদর্শন করেছেন সেখানকার ভোটের পরিবেশ সন্তোষজনক। স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে দেখেছেন তারা।

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর গাবতলীতে কোরিয়া বাংলাদেশ টেকনিক্যাল সেন্টারে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিন পর্যবেক্ষক।

স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে জানিয়ে জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, ‘ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি।’