রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশের সংবিধানের সর্বোচ্চ পদ সামলেছেন। এবার পালা নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের। দেশের লোকসভার সদস্য ও বিধায়ক মিলিয়ে ভোটদানের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি বেছে নিচ্ছেন। এর আগে সোমবার সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় ভোটাভুটি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার তার ফলাফল প্রকাশিত হবে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিপরীতে লড়েছেন বিরোধী দলগুলোর প্রার্থী যশবন্ত সিনহা। তবে দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন জরিপ অনুযায়ী জয়ের সম্ভাবনা দ্রৌপদী মুর্মুরই। নির্বাচিত হলে তিনিই হবেন দলিত সম্প্রদায় থেকে উঠে আসা প্রথম রাষ্ট্রপ্রধান। যা গড়বে নতুন ইতিহাস। পাশাপাশি ২য় নারী প্রেসিডেন্ট পাবে ভারত। এরইমধ্যে ওড়িশায় দ্রৌপদীর নিজ গ্রামে শুরু হয়েছে বিজয় উৎসব।

গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দেশটির পার্লামেন্টের উভয়কক্ষ, ২৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর বিধানসভার সদস্যরা। আজ ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে। ২৫ জুলাই হবে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান।

 

MNU/sharif