উত্তর লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত ও আটজন আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সশস্ত্র শিয়া ইসলামপন্থী দল হিজবুল্লাহকে লক্ষ্য করে হাজার হাজার হামলা চালিয়েছে- এমন এলাকা থেকে দূরে একটি খ্রিস্টান গ্রাম আইতুতে একটি আবাসিক ভবনে স্থানীয় সময় মঙ্গলবার হামলা চালায় ইসরাইল।

এতদিন ইসরাইলের স্থল সামরিক অভিযানের মূল ক্ষেত্র ছিল লেবাননের দক্ষিণাঞ্চল, পূর্ব বেকা উপত্যকা ও বৈরুতের উপকণ্ঠ।

আইতুতের মেয়র জোসেফ ট্র্যাড জানান, উত্তরাঞ্চলের এই হামলায় একটি বাড়িকে নিশানা করা হয়। এই বাড়িটি বাস্তুচ্যুত পরিবারকে ভাড়া দেয়।

বিমান হামলার পাশাপাশি স্থলপথেও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এমন অবস্থায় দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল।

এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই লেবাননের এই শহরগুলোর বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছেন।